Site icon Jamuna Television

ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কমিটি অনুমোদন করেন।

আগেই ঘোষিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৭৫ জন নতুন মুখ এসেছে কমিটিতে। এছাড়া ২৭ জন রয়েছেন উপদেষ্টা পরিষদে। কমিটিতে সহ-সভাপতি ১১জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৩ জন রয়েছেন।

সম্পাদনা পরিষদ ছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে ৩৯ জনের নাম ঘোষণা হয়েছে। এরমধ্যে আছেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নুর তাপস।

গত বছরের ৩০ নভেম্বর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হন আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর। এর আগে বুধবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

Exit mobile version