Site icon Jamuna Television

এএসপি হত্যাকাণ্ডে ডা. মামুনকে গ্রেফতারের ঘটনাকে বেআইনী দাবি

সিনিয়র এএসপি আনিসুল করিমকে হত্যাকাণ্ডের ঘটনায় কোনভাবে সম্পৃক্ত না থাকার পরেও ডা. মো. আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতারের ঘটনাকে বেআইনী ও বিদ্বেষমূলক বলে দাবি করেছে বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস।

বৃহস্পতিবার বিকালে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনিস্টিটিউট প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আজিজুল ইসলাম।

তিনি বলেন, সিনিয়র এএসপি আনিসুল করিমকে ডা. মামুন কোন চিকিৎসা পত্র দেননি। তাকে শারীরিকভাবে আক্রান্ত করার ভিডিও ফুটেজেও ডা. মামুনের কোন সম্পৃক্ততা নেই। তাই ডা. মামুনের নিঃশর্ত জামিন ও মুক্তির দাবি জানান নেতারা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাইকিয়াট্রিস্টদের ব্যক্তিগত চেম্বার বন্ধ রাখার নির্দেশনাও দেওয়া হয়। তবে সরকারি সকল প্রতিষ্ঠানে তারা সেবা অব্যাহত রাখবেন। একইসাথে এই মামলায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে সংগঠনটি।

Exit mobile version