Site icon Jamuna Television

ম্যানসিটির সঙ্গে চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছেন গার্দিওয়ালা

ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছেন কোচ পেপ গার্দিওয়ালা। নতুন চুক্তি অনুযায়ী আগামী ২০২২-২৩ মৌসুম পর্যন্ত ইংলিশ ক্লাবটির কোচের দ্বায়িত্বে থাকবেন তিনি।

এরআগে ২০১৬ সালে সিটিজেনদের কোচ হিসেবে যোগ দেন গার্দিওয়ালা। এসময়ে ক্লাবটিকে দুটি প্রিমিয়ার লিগ ও একটি এফএ কাপসহ মোট আটটি শিরোপা এনে দেন এই কাতালান কোচ। ২০০৮ সালে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে শুরু করেন কোচিং ক্যারিয়ার।

এরপর তিন বছর ডাগআউট সামলেছেন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের। তার অধীনে ইপিএলে প্রথম দল হিসেবে এক মৌসুমে ১০০ পয়েন্ট অর্জন করে ম্যানসিটি। যদিও চলতি মৌসুমে শুরুটা ভালো হয়নি ক্লাবটির। ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ১০ নম্বরে অবস্থান সিটির।

Exit mobile version