Site icon Jamuna Television

করোনার মধ্যেই ঢাবিতে ইভিনিং কোর্সের ভর্তি পরীক্ষা, জানেন না উপাচার্য!

করোনা মহামারির বিস্তার রোধে গত মার্চ থেকেই সারাদেশে বন্ধ রয়েছে সবধরণের ক্লাস ও পরীক্ষা। সেই ধারাবাহিকতায় বন্ধ রয়েছে দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ও। অথচ এই পরিস্থিতিতেই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের এমবিএ (ইভিনিং) কোর্সে নেয়া হচ্ছে ভর্তি পরীক্ষা।

আজ শুক্রবার সকাল ১১টায় রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এরআগে, ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০ নভেম্বর শুক্রবার বিজনেস স্টাডিজ অনুষদের এমবিএ (ইভনিং) প্রোগ্রামের (৪৫তম ব্যাচ) ভর্তি পরীক্ষা আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, আজিমপুর, ঢাকায় অনুষ্ঠিত হবে। পরীক্ষা গ্রহণের সময় সকাল ১১টা–দুপুর ১২টা পর্যন্ত।

এদিকে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান ভর্তি পরীক্ষা নেয়ার বিষয়ে অবগত নন জানিয়ে বলেন, ভর্তি পরীক্ষা নেয়ার বিষয়টি আমি জানি না। ডিন সাহেবের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছি।

Exit mobile version