Site icon Jamuna Television

মেঘনা নদীতে যাত্রীবাহি লঞ্চে ডাকাতি

চাঁদপুর প্রতিনিধি:

মেঘনা নদীতে একটি যাত্রীবাহি লঞ্চে ডাকাতি হয়েছে। বৃহস্পতিবার রাতে মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় এমভি মকবুল-২ নামের লঞ্চে এ ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কেউ হতাহত বা আটক হয়নি।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৯টায় এমভি মকবুল-২ লঞ্চটি দু’শতাধিক যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের ষাটনলের উদ্দেশে ছেড়ে আসে। লঞ্চটি মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় মেঘনা নদী অতিক্রমকালে কয়েকটি স্পিডবোটযোগে ২০ জনের একদল ডাকাত লঞ্চে এসে উঠে। এই সময় তারা অস্ত্র দিয়ে লঞ্চে থাকা যাত্রীদের ভয়-ভীতি দেখায়। ডাকাত দল লঞ্চের যাত্রীদের কাছ থেকে কয়েক লক্ষাধিক নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়।

খবর পেয়ে চাঁদপুরের মতলব উত্তর থানা ও মুন্সিগঞ্জের গজারিয়া থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ডাকাতির ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Exit mobile version