Site icon Jamuna Television

ফলাফল জেনেই নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি: গয়েশ্বর

ফলাফল কি হবে তা জেনেই নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সেইসাথে, নেতাকর্মীদের হতাশ না হয়ে দিন বদলের অপেক্ষায় থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

শুক্রবার সকালে দলের নয়াপল্টনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র।

তিনি বলেন, জেলবন্দি থেকে খালেদা জিয়া এখন গৃহবন্দি। তিনি একসময় বন্দি থাকবেন না, আবার গর্জে উঠবেন খালেজা জিয়া। বিএনপি একটা সুন্দর পরিবেশের অপেক্ষায় আছে বলেও দলটির এই সিনিয়র নেতা।

Exit mobile version