Site icon Jamuna Television

সাভারে সিএনজি চালক মিন্টু হত্যায় গ্রেফতার ১

সাভারের সিএনজি চালক শেখ মিন্টু হত্যার সাথে জড়িত আলী হায়দার ওরফে নাহিদ হাসানকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দুপুরে ব্রিফিংয়ে এ তথ্য জানান পিবিআই এর ঢাকা জেলা সুপার মোহাম্মদ খোরশেদ আলম।

তিনি জানান, প্রযুক্তির সহায়তায় ভোর রাতে তাকে আশুলিয়া থেকে আটক করা হয়। সে সংঘবদ্ধ অটো ছিনতাই চক্রের প্রধান।

পিবিআই কর্মকর্তা বলেন, গত ১৩ জুলাই অটোরিকশা ছিনতাইয়ের সময় মিন্টুকে হত্যা করে তারা। এর আগে কতগুলো ছিনতাই বা মানুষকে হত্যা করছে সে বিষয়ে জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় ছিনতাইয়ের সাথে জড়িত বেশ কয়েকটি চক্রের খোঁজ পাওয়া গেছে। তাদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

Exit mobile version