Site icon Jamuna Television

মেয়ের আবদারে ঘর রং করলেন তাহসান (ভিডিও)

মেয়ের আবদারে ঘর রং করলেন তাহসান

মেয়ের আবদার তার গোলাপি রঙের ঘর চাই। মুখ থেকে কথাগুলো বেরোতেই যতটুকু দেরি! বাবা তাহসান খান এক মুহূর্তও নষ্ট না করে মাঠে নেমে পড়লেন আদরের কন্যার আবদার মেটাতে। নিজের হাতে রং করলেন মেয়ের ঘর। এক বিজ্ঞাপনী প্রচারে দেখা গেলো সেই দৃশ্য। গোলাপি দেওয়ালে ভালবেসে এঁকে দিলেন বর্ণিল প্রজাপতি। সেই ভিডিও বৃহস্পতিবার শেয়ার করলেন ইনস্টাগ্রামে। তারপর কাজ শেষে কিছুক্ষণ নিজের হাতে মেয়ের জন্য সাজানো ঘরের দিকে তাকিয়ে থাকলেন গায়ক-অভিনেতা।

তাহসানের ভিডিওটি দেখতে এখানে ক্লিক দেখুন

এর আগে মেয়ের ঘর সাজানোর জন্য অনুরাগীদের কাছে পরামর্শ চেয়ে ফেসবুকে একটি পোস্টও করেছিলেন তিনি।

ছোট্ট মেয়েকে ঘিরে তাহসানের পৃথিবী। কাজের সময়টুকু বাদ দিয়ে মেয়ের সঙ্গে খুনসুটি, গান আর আড্ডাই তাকে ভালো থাকার শক্তি জোগায়। কখনও একসঙ্গে স্ন্যাপচ্যাটে সেলফি তুলে, আবার কখনও গান করে সময় কাটে দু’জনের।

লকডাউনের সময় মেয়ে আয়রার সঙ্গে একটি গানও তৈরি করেছেন তিনি। ফেসবুকে তাহসান জানিয়েছিলেন, মেয়ের আবদার ছিল সেই গান বাবা-মেয়ে দু’জনে একসঙ্গেই লিখবে। আয়রার সঙ্গে গলা মিলিয়ে গান গেয়েছিলেন তাহসান। সঙ্গ দিয়েছিল তার সখের পিয়ানো। সোশ্যাল মিডিয়ায় গানটি পোস্টের পর অনুরাগীরা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন বাবা-মেয়ের জুটিকে। গানটি ফেসবুকে প্রায় ২২ হাজার শেয়ার হয়।

তাহসান ও আয়রার গানটি শুনতে এখানে ক্লিক করুন

Exit mobile version