Site icon Jamuna Television

ইউটিউবারের বিরুদ্ধে অক্ষয়ের ৫০০ কোটি রুপির মামলা

ইউটিউবারের বিরুদ্ধে অক্ষয়ের ৫০০ কোটি রুপির মামলা

এক ইউটিউবারের বিরুদ্ধে ৫০০ কোটি রুপির মানহানির মামলা করলেন অক্ষয় কুমার। খবর আনন্দবাজার পত্রিকার।

বিহারের রশিদ সিদ্দিকী নামক ইউটিউবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে এ বলিউড তারকার নাম জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় কয়েকটি পোস্ট করেন। এ বাবদ গত ৪ মাসে প্রায় ১৫ লাখ রুপির বেশি উপার্জন করেছেন রশিদ। একই সঙ্গে তার সাবস্ক্রাইবার সংখ্যাও বেড়ে ২ লাখ থেকে একলাফে ৩ লাখে গিয়ে দাঁড়ায়।

পুলিশ এই ইউটিউবারকে মানহানি, উদ্দেশ্যপ্রণোদিত অপমান ও মিথ্যা খবর ছড়ানোর অভিযোগে একবার গ্রেফতারও করেছিল। তবে আদালত তার আগাম জামিন মঞ্জুর করেছে।

রশিদ সিদ্দিকী মুম্বাই পুলিশ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে ও অক্ষয় কুমারের বিরুদ্ধে একাধিক পোস্ট করেন। সেই পোস্টগুলো প্রায় লাখের ওপর ভিউ পায়। এ নিয়ে শিবসেনা দলের আইনজীবী ধর্মেন্দ্র মিশ্র ইতিমধ্যেই রশিদের বিরুদ্ধে মামলা করেছেন।

রশিদ ইউটিউবে জানান, সুশান্তের মৃত্যু নিয়ে মুম্বাই পুলিশ ও আদিত্য ঠাকরের সঙ্গে গোপন বৈঠক করেন এবং সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে কানাডায় পৌঁছে দেওয়ারও পরিকল্পনা করেন অক্ষয়।

আরও জানান, সুশান্ত ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবিতে মুখ্য চরিত্র পাওয়ায় অক্ষয় খুশি ছিলেন না।

Exit mobile version