Site icon Jamuna Television

রাজশাহীতে ফ্রিতে বিদেশে পাঠানোর নামে প্রতারণা, দু’জনের কারাদণ্ড

রাজশাহী ব্যুরো:

বিনা খরচে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে দুইজনকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বেলা চারটার সময় আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র দে ভোক্তা অধিকার আইনে এই দণ্ড প্রদান করেন।

এর আগে শুক্রবার বেলা এগারটায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই’র তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত নগরীর কাজলা এলাকার একটি বাসায় অভিযান চালায়। সেখানে ভালো বেতনে বিদেশে চাকরির আশায় জড়ো হওয়া অন্তত ১৫ নারীর সন্ধান পায়। এ ঘটনায় আদালত মেহেরপুর জেলার গাংনী এলাকার কথিত উদ্যোক্তা মামুন হোসেন ও নগরীর জান্নাতুল নিশিকে আটক করে।

আদালত জানিয়েছে, জিজ্ঞাসাবাদে প্রমাণিত হয়েছে তারা প্রশিক্ষণ দেয়ার নামে প্রতারণা করছিলো। তাদের নেই কোনো বৈধ কাগজপত্র। এসব অপরাধে মামুন হোসেনকে এক বছর এবং জান্নাতুল নিশিকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এর সঙ্গে নারী পাচারের কোনো উদ্দেশ্য আছে কী না তা খতিয়ে দেখা হচ্ছে।

ইউএইচ/

Exit mobile version