Site icon Jamuna Television

নতুন কূপ থেকে উত্তোলন হবে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

নতুন কূপ থেকে উত্তোলন হবে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

কুমিল্লার শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের চার নম্বর কূপের নতুন স্তর থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে।

বাপেক্সের কর্মকর্তারা জানান, ৯০ দিনের মধ্যে কূপটি খননের কথা থাকলেও তা শেষ হয় মাত্র ৫৫ দিনে। প্রাক্কলিত মূল্যের চেয়ে কম খরচে কূপটির ওয়ার্কওভার সম্পন্ন হয়।

বর্তমানে ৩ হাজার ২২০ মিটার থেকে ৩ হাজার ২৩৫ মিটার গভীর থেকে দৈনিক প্রায় দুই কোটি ঘনফুট গ্যাস উৎপাদন হচ্ছে। এর ফলে এই ক্ষেত্রে গ্যাস উৎপাদন বেড়ে চার কোটি ঘটফুটের বেশি হবে বলে আশা কর্মকর্তাদের।

এ সপ্তাহের মধ্যেই ৪ নম্বর কূপের গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবার আশা তাদের। বর্তমানে শ্রীকাইলের এই ক্ষেত্রের তিনটি কূপ থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে।

Exit mobile version