Site icon Jamuna Television

অভিনয়ে সানিয়া মির্জা

অভিনয়ে সানিয়া মির্জা

ক্রীড়াজগত থেকে এবার অভিনয় জগতে পা রাখছেন টেনিস তারকা সানিয়া মির্জা। ওয়েব সিরিজ দিয়ে বিনোদন দুনিয়ায় পা রাখছেন তিনি। বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন। বিশেষ কারণেই অভিনয় জগতে পা রাখছেন সানিয়া। টিউবারকিউলোসিস অর্থাৎ যক্ষ্মারোগের বিরুদ্ধে মানুষকে সচেতন করার তাগিদেই ওয়েব সিরিজের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। খবর- সংবাদ প্রতিদিন।

জানা গেছে, পাঁচটি পর্বের সিরিজটির নাম ‘এমটিভি নিষেধ অ্যালোন টুগেদার’। এক নবদম্পতির কাহিনী সিরিজে ফুটিয়ে তোলা হবে। আচমকা লকডাউনের ফলে যাদের জীবনে নানা সমস্যার সৃষ্টি হয়।

দম্পতির চরিত্রে অভিনয় করবেন সায়েদ রাজা আহমেদ ও প্রিয়াংকা চৌহান। সানিয়াকে গল্পে কীভাবে দেখা যাবে সেই সম্পর্কে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি। সব ঠিক থাকলে চলতি নভেম্বরের শেষেই সোশ্যাল মিডিয়ায় দেখা যাবে সিরিজটি।

Exit mobile version