Site icon Jamuna Television

স্কুল ব্যাগে ২৯ হাজার পিস ইয়াবা, যুবক আটক

ফেনী প্রতিনিধি :

ফেনীতে ২৯ হাজার পিস ইয়াবাসহ মহিন উদ্দিন রুবেল নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।

শুক্রবার রাতে কক্সবাজারের টেকনাফ থেকে ফেনী আসার পথে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রুবেলকে আটক করা হয়। তার বাড়ি স্থায়ী বাড়ি টেননাফে হলেও সে চট্টগ্রামে খুলশিতে ভাড়া বাসা নিয়ে বসবাস করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ফেনীর সহকারী পরিচালক মো. আবদুল হামিদ বলেন, মাদক কারবারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রুট পরিবর্তন করে খাগড়াছড়ির হেঁয়াকো দিয়ে ফেনীতে ঢুকেছে। যাত্রীবাহী বাসে করে ফেনী শহরে ঢোকার সময় মহীপাল থেকে তল্লাশি করে স্কুল ব্যাগে থাকা ৩টি থলের মধ্যে ২৯ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৪৫ লাখ টাকা।

তিনি বলেন, আসামির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ফেনী শাখা এই প্রথম বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে।

ইউএইচ/

Exit mobile version