Site icon Jamuna Television

বাংলাদেশে জর্ডানের একটি দূতাবাস খোলার অনুরোধ করলেন রাষ্ট্রদূত নাহিদা

জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান সেদেশের নবনিযুক্ত পররাষ্ট্র সচিব ড. ইউসেফ বাতাইনের সাথে বৈঠক করেছেন। এ সময় বাংলাদেশে জর্ডানের একটি দূতাবাস খোলার জন্য অনুরোধ করেন নাহিদা সোবহান।

তারা জর্ডানে দ্বিপাক্ষিক ফরেন অফিস কন্সাল্টেশন (এফওসি) আহ্বান, পর্যটন, বাণিজ্য ও বিনিয়োগ, কর্মসংস্থান এবং বাংলাদেশি কর্মীদের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত উভয় দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে বৈঠকের ব্যবস্থা করার অনুরোধ করেন।

নাহিদা সোবহান জর্ডান সরকারকে তাদের করোনাভাইরাস মোকাবিলা করার জন্য প্রশংসা করেন। তিনি জর্ডানে প্রবাসী শ্রমিকদের শ্রম অধিকারসহ জর্ডানের শ্রম অধিকার নিশ্চিত করতে সরকারের উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

ইউএইচ/

Exit mobile version