Site icon Jamuna Television

বাংলাদেশ সীমান্তে রোহিঙ্গাদের ওপর বিজিপির গুলি

মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সহিংসতার কারণে পালিয়ে বাংলাদেশ সীমান্তে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের লক্ষ্য করে গুলি ছুঁড়েছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।

শনিবার দুপুরে গুলিবর্ষণের এই ঘটনার পর সীমান্তে সতর্কতা বাড়ানো হয়েছে বলে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের কর্মকর্তারা জানিয়েছেন।

বিজিবি জানায়, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু এলাকায় শূন্যরেখায় আশ্রয় নেয়া রোহিঙ্গাদের লক্ষ্য করে সীমান্তের ওপার থেকে গুলি চালায় মিয়ানমারের বিজিপি।

দুপুর ১টার পর তিন থেকে চার রাউন্ড গুলি ছোঁড়ে তারা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

রাখাইন রাজ্যে বৃহস্পতিবার রাতে ৩০টি পুলিশ পোস্টে হামলায় ১২ জন নিহত হওয়ার পর নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে। এরপর রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী অভিযান চালালে অন্তত ৯০ জন রোহিঙ্গা নিহত হয়।

কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন হাজার হাজার রোহিঙ্গা। বিজিবির বাধায় ঢুকতে না পেরে নাফ নদীর কয়েক কিলোমিটার এলাকাজুড়ে নৌকায় বসে সময় পার করছেন তারা।

/কিউএস

Exit mobile version