Site icon Jamuna Television

৩৮তম স্প্যানে পদ্মাসেতুর পৌনে ৬ কিলোমিটার দৃশ্যমান

৩৮তম স্প্যানে পদ্মাসেতুর পৌনে ৬ কিলোমিটার দৃশ্যমান

মাওয়া প্রান্তে বসেছে পদ্মা সেতুর ৩৮তম স্প্যান। এরমধ্য দিয়ে দৃশ্যমান হয়েছে প্রায় পৌনে ৬ কিলোমিটার সেতু।

স্প্যানটি বসানো হয়েছে ভূমি ও নদীর সংযোগ স্থলের ১ ও ২ নম্বর পিলারের ওপর। ৩৮তম স্প্যানের একটি পিলার ভূমিতে হওয়ায় ক্রেন আসার জন্য নদী তীরের বড় একটি অংশ কেটে ফেলতে হয়েছে। ৩৮তম স্প্যানটি বসানোর পর বাকি আছে আরও তিনটি স্প্যান। বাকি স্প্যান গুলো ডিসেম্বরের মধ্যেই বসবে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

Exit mobile version