Site icon Jamuna Television

খাগড়াছড়িতে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলা শহরের শান্তি নগর এলাকায় আমেনা বেগম (২২) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে বাড়ির পাশের আম গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে গিয়ে আম গাছের সাথে গলায় দড়ি লাগানো অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশীদ জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য তদন্ত করে দেখছে পুলিশ। এছাড়া পরিবারের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যু
হিসেবে থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান ওসি।

এদিকে, নিহতের স্বজনরা জানায় দুপুরে বাড়ির সবাই গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। মেয়েকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের আমগাছে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় নিহতের মা। ৭ ভাই বোনের মধ্যে আমেনা চতুর্থ। অনেকদিন ধরে মানসিক রোগে
ভুগছিলেন বলেও জানায় পরিবার। শান্তি নগর এলাকায় বাসা ভাড়া থাকতেন নিহতের পরিবার।

ইউএইচ/

Exit mobile version