Site icon Jamuna Television

কক্সবাজারে ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারে ছুরিকাঘাতে মো. সাবিল (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। নিহত সাবিল কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ২য় সেমিস্টারের ছাত্র ও দক্ষিণ মুহরী পাড়ার হাকিম উল্লাহর পুত্র।

শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার সরকারি কলেজ সংলগ্ন মুহরী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে দক্ষিণ জানারঘোনা এলাকার হোসেন নামে এক যুবকের সাথে নিহত সাবিলের কথা কাটাকাটি হয়। তখন উভয়কে সংযত করে স্থানীয় এক দোকানদার। সংযত হয়ে যার যার মতো চলে যায় তারা। পরে ছুরি নিয়ে এসে সাবিলকে পেয়ে বুকসহ শরীরের বিভিন্ন অংশে উপর্যুপরি ছুরিকাঘাত করে হোসেন। এতে সাবিল গুরুতর জখম হয়। স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে সাবিলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অভিযুক্ত হোসেন দক্ষিণ জানারঘোনা এলাকার কলিম উল্লাহর পুত্র।

খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি অপারেশন মো. সেলিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি জানান, এই ঘটনায় উত্তেজিত জনতা হোসেনের বড়ভাই জুবাইরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। মামলার প্রক্রিয়া চলছে। মামলায় আটক ভাইকে আসামি করা হলে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

ইউএইচ/

Exit mobile version