Site icon Jamuna Television

ম্যাগির সঙ্গে দই!

ম্যাগির সঙ্গে দই!

ম্যাগির সঙ্গে কখনও দই মাখিয়ে খাওয়ার কথা ভেবেছেন? হয়তো নয়। কিন্তু এক টুইটার ব্যবহারকারীর এমনই একটি পোস্টকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা চলছে নেটিজেনদের মধ্যে। খবর- আনন্দবাজার পত্রিকা।

ফেলন মাস্ক নামে ওই টুইটার গ্রাহক গত ১৬ নভেম্বর ম্যাগির সঙ্গে দই মিশিয়ে তার একটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে দেন, ম্যাগির সঙ্গে চরম তৃপ্তির খাবার।

এর পরই নেটিজেনরা এটা নিয়ে বেশ রঙ্গ রসিকতা শুরু করেছেন। কেউ কেউ বলছেন, এটা আপনার কাছে চরম তৃপ্তির হতে পারে, আমার কাছে নয়।

কেউ আবার পরামর্শ দিয়েছেন, দই কেন, মেয়নিজ মাখিয়ে খেতেও ভাল লাগবে।

নেটিজেনদের মধ্যে কিছু অংশ আবার বলেছেন, এমন অদ্ভুত পরিকল্পনা আপনার মাথাতেই এলো! এক সঙ্গে নয়, আমরা বরং দই আর ম্যাগি আলাদা আলাদা ভাবেই খেতে পছন্দ করি।

আবার কেউ বলেছেন, আপনি খাবারের স্বাদটাকেই একেবারে নষ্ট করে দিলেন।

Exit mobile version