Site icon Jamuna Television

ম্যানসিটির পর এবার বার্সেলোনার একাডেমিতে ট্রায়ালের আমন্ত্রণ পেলো বাংলাদেশের ক্ষুদে মেসি

ইংলিশ ক্লাব ম্যানসিটির পর এবার ভারতে অবস্থিত বার্সেলোনা একাডেমিতে ট্রায়ালের আমন্ত্রণ পেলেন বাংলাদেশের ক্ষুদে মেসি খ্যাত রাইয়ান আবদুল্লা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রাইয়ানের ভিডিও দেখে যোগাযোগ করেন বার্সেলোনার ভারতের কান্ট্রি ম্যানেজার আইতোর ওলমো। ভারতে অবস্থিত বার্সেলোনা একাডেমিতে যোগ দিতে রাইয়ানকে ট্রায়াল দেয়ার আমন্ত্রণ জানান তিনি।

এর আগে, মালয়েশিয়ায় ম্যানচেস্টার সিটির টেলেন্ট হান্টের আমন্ত্রণ পেয়েছিলেন রাইয়ান। প্রশংসা পেয়েছিলেন ইউরোপের বড় ক্লাবগুলোর। মেসিকে ছাড়িয়ে যাওয়ার ইচ্ছে পোষণ করা রাইয়ান আবদুল্লাকে এখন হাতছানি দিচ্ছে বার্সেলোনা একাডেমি।

বার্সেলোনা তারকা লিওনেল মেসির ছোটবেলার সাথে রাইয়ানের মিল খুঁজে পান অনেকেই। বাঁ পায়ে বল নিয়ন্ত্রণ বা প্রতিপক্ষের ফুটবলারদের নাস্তানাবুদ করতে জুড়ি নেই তার। তবে মাঠে বল পায়ে যতটাই সরব, কথা বলায় ঠিক ততটাই নীরব রাইয়ান।

ক্ষুদে মেসির ভিডিও দেখতে ক্লিক করুন

Exit mobile version