Site icon Jamuna Television

যশোরে ট্রাক-ট্রেনের সংঘর্ষ, নিহত ১

স্টাফ রিপোর্টার, যশোর:

যশোর সদরে মুড়লী রেল ক্রসিংয়ে কয়লা বোঝাই ট্রাকের সাথে ট্রেনের ধাক্কায় একজন নিহত ও একজন আহত হয়েছেন।

রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের সাথে নওয়াপাড়া থেকে চাঁপাইনবাবগঞ্জগামী কয়লা বোঝাই ট্রাকের সাথে ধাক্কা লাগে। এ সময় ট্রাক ড্রাইভার আলী আকবর (৪০) ঘটনাস্থলে নিহত হয়েছেন। ট্রাকের হেলপার গুরুতর আহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।

নিহত আলী অকবর চাঁপাইনবাবগঞ্জ জেলার সিলা গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে যশোর ও উত্তরবঙ্গ থেকে খুলনাগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনার শিকার ট্রাকের নাম্বার ট-৭৩৭৬।

ইউএইচ/

Exit mobile version