Site icon Jamuna Television

মেহেরপুরের গাংনীতে পাখিভ্যানের চাপায় শিশু নিহত

মেহেরপুর প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা গ্রামে ব্যাটারিচালিত পাখিভ্যানের চাপায় হুজাইফা (৩) নামের এক শিশু নিহত হয়েছে। রোববার সকাল দশটার দিকে শিশুটি রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় পাখিভ্যান উল্টে চালক আহত হয়েছেন। তবে তিনি ভ্যান ফেলে পালিয়ে যাওয়ায় তার পরিচয় নিশ্চিত হতে পারেননি স্থানীয়রা।

নিহত হুজুাইফা চৌগাছা নুর বাগ মাদ্রাসার সহকারী পরিচালক ও স্থানীয় জামে মসজিদের ইমাম মাওলানা শফিকুল ইসলামের ছেলে। তার বাড়ি সাতক্ষীরা। চাকরির সুবাদে তিনি চৌগাছায় ভাড়া বাড়িতে বসবাস করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ভাড়া বাড়ির পাশে হুজাইফা গাংনী-কাথুলি সড়কে শিশুদের সাথে খেলছিল। রাস্তা পারাপারের সময় সাহারবাটি থেকে গাংনীগামী যাত্রী বোঝাই একটি পাখিভ্যানে চাপা পড়ে সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান বলেন, মরদেহ ও দুর্ঘটনা কবলিত ভ্যান পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ভ্যানচালককে খুঁজতে পুলিশ কাজ করছে।

ইউএইচ/

Exit mobile version