Site icon Jamuna Television

পম্পেই নগরী থেকে দুই হাজার বছরের পুরনো ২ দেহাবশেষ উদ্ধার

দুই হাজার বছর আগে অগ্নুৎপাতে নিহত দু’জন মানুষের দেহাবশেষ উদ্ধার হয়েছে ইতালির পম্পেই নগরীতে। শনিবার দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে এ তথ্য।

প্রাচীন রোমান নগরী পম্পেইয়ের উত্তর-পশ্চিমে পাথর হয়ে যাওয়া দেহাবশেষ দু’টির সন্ধান মেলে। এর একটি সম্ভ্রান্ত কোনো ব্যক্তির বলে ধারণা করছেন প্রত্নতাত্ত্বিকরা। অপরজনকে ধারণা করা হচ্ছে তার দাস।

প্রদর্শনীর জন্য দেহাবশেষ দু’টির দাঁত ও হাড় সংরক্ষণ করেছে প্রত্নতত্ত্ব বিভাগ। খ্রিস্টপূর্ব ৭৯ সালে ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ধ্বংস হয় পম্পেই নগরী। সে সময় প্রায় ১৩ হাজার মানুষের আবাস ছিল শহরটিতে। লাভার নিচে চাপা পড়া শহরটির সন্ধান মেলে ১৬ শতকে। এরপর থেকেই নানা ধাপে চলছে খননকাজ।

Exit mobile version