Site icon Jamuna Television

ফিনল্যান্ডে ৪শ’র বেশি যাত্রী নিয়ে ডাঙায় উঠে গেলো জাহাজ

ছবি: বিবিসি।

৪শ’র বেশি যাত্রীবোঝাই একটি জাহাজ উঠে গেলো ডাঙায়। ঘটনাটি ঘটেছে শনিবার বাল্টিক সাগর তীরবর্তী ফিনল্যান্ডের অ্যালান্ড দ্বীপে।

জানা যায়, মেরিহ্যাম বন্দরের কাছে একটি জায়গায় আটকে আছে জাহাজটি। পাথরের সাথে ধাক্কা খেলেও অক্ষত আছে ‘ভাইকিং গ্রেস’ নামে ওই জাহাজটি। এ তথ্য জানিয়েছে স্থানীয় কোস্টগার্ড। একইসাথে আরোহীরাও বিপদের ঝুঁকিমুক্ত আছেন।

‘ভাইকিং লাইন’ নামে ওই মালিকানাধীন জাহাজটি ফিনল্যান্ডের টুরকু থেকে সুইডেনের রাজধানী স্টকহোমে যাচ্ছিলো। তীব্র বাতাস ও স্রোতের সময় জাহাজটি ডাঙার দিকে চলে গেলেও এখনও এর কারণ জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। জাহাজেই রাত কাটাচ্ছেন আরোহীরা। এ নিয়ে দু’মাসের মধ্যে ভাইকিং লাইনের দু’টো জাহাজ ডাঙায় ধাক্কা খেলো।

Exit mobile version