Site icon Jamuna Television

কারাবাখ নিয়ে রাশিয়ার সাথে আজারবাইজান-আর্মেনিয়ার দেনদরবার

বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলে অস্ত্রবিরতি কার্যকরের পর রাশিয়ার সাথে আলাদাভাবে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে আজারবাইজান ও আর্মেনিয়া।

শনিবার রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগুর সাথে বৈঠক করেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। অপরদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে বৈঠক করেন আর্মেনীয় প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান।

গত দু’সপ্তাহে নাগারনো-কারাবাখে দু’হাজারের বেশি শান্তিরক্ষী পাঠিয়েছে রাশিয়া। এছাড়া চলতি সপ্তাহে আর্মেনিয়ায় প্রায় ২শ’ সেনা এবং সামরিক সরঞ্জামও পাঠায় রুশ প্রশাসন। অস্ত্রবিরতির অংশ হিসেবে কিছু এলাকা আজারবাইজানের কাছে হস্তান্তর করবে আর্মেনিয়া। এর প্রস্তুতি হিসেবে ভিটেমাটি ছাড়ছেন অনেকে।

Exit mobile version