Site icon Jamuna Television

জাতীয় দলে ফিরতে বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ঝলসে উঠতে চান বিজয়

বেশ কয়েক বছর হলো জাতীয় দলের বাইরে। ঘরোয়া লিগেও নেই কোনো আহামরি পারফরমেন্স। তারপরও হতাশ নয় আনামুল হক বিজয়। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেটে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ দলের এই ওপেনিং ব্যাটসম্যান। খুলনা দলের সাথে নিয়মিত অনুশীলন করছেন তিনি। তার একমাত্র লক্ষ্য এই টুর্নামেন্টে ব্যাট হাতে ঝলসে ওঠা।

গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে তিনি বলেন, সাকিব, রিয়াদ, ইমরুলদের মত সিনিয়রদের সাথে ড্রেসিং রুম শেয়ার করা বেশ আনন্দদায়ক। খুলনা যথেষ্ট শক্তিশালী দল, তাই শিরোপা ঘরে তোলার লক্ষেই মাঠে নামবেন তারা।

নিজের সম্পর্কে বিজয় বলেন, বেশ কয়েক বছর জাতীয় দলের বাইরে রয়েছি আমি। চেষ্টা করবো এই টুর্নামেন্টে দুর্দান্ত ব্যাটিং করে দলের জয়ে অবদান রাখার। সেই সাথে জাতীয় দলে ফেরার রাস্তাটাও সহজ হবে বলে আশা করছেন আনামুল হক বিজয়।

আগামী ২৪ নভেম্বর বরিশালের বিপক্ষে ম্যাচ দিয়েই টি-টোয়েন্টি কাপ ক্রিকেটের মিশন শুরু হবে সাকিব রিয়াদদের।

Exit mobile version