Site icon Jamuna Television

পূর্বঘোষণা ছাড়াই মধ্যপ্রাচ্যে মার্কিন পরমাণু বোমা বহনকারী বিমান মোতায়েন

কোনো পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ মধ্যপ্রাচ্যে পরমাণু বোমা বহনে সক্ষম বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। শনিবার কয়েকটি বি-ফিফটি টু বোম্বার, যুক্তরাষ্ট্র থেকে রওনা হয়।

নর্থ ডাকোটার মিনোট ঘাঁটি থেকে এসব বিমান উড্ডয়নের ছবিও সরবরাহ করেছে ইউএস সেন্ট্রাল কমান্ড। মধ্যপ্রাচ্যে ঠিক কোথায় বিমানগুলো যাচ্ছে, তা নিশ্চিত করেনি পেন্টাগন।

তবে, এর আগে, কাতারের আল-উদেইদ ঘাটিতে বি-ফিফটি টু বোম্বার মোতায়েনের নজির আছে। আফগানিস্তান ও ইরাক থেকে সেনা কমানোর ঘোষণা দেয়ার কয়েকদিনের মধ্যেই মধ্যপ্রাচ্যে পরমাণু বোমাবাহী বিমান মোতায়েনের ঘটনা ঘটলো। মার্কিন বিশ্লেষকদের ধারণা, ইরানকে কড়া বার্তা দেয়ার লক্ষ্যে এ সিদ্ধান্ত পেন্টাগনের।

Exit mobile version