Site icon Jamuna Television

লেবাননে পুলিশি ধাওয়ায় জেল পালানো পাঁচ বন্দি নিহত

লেবাননে জেল ভেঙে পালানো অর্ধশতাধিক কয়েদির খোঁজে চলছে চিরুনী অভিযান। পুলিশের ধাওয়ায় হন্যে হয়ে পালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে, পাঁচ বন্দির।

বাবডা এলাকায় শনিবার ভোরের এ ঘটনায় কারাকক্ষের গারদ ভেঙে পালায় ৭০ বন্দি। এসময় নিরাপত্তারক্ষীদের ওপর একযোগে হামলাও চালান তারা। এদের মধ্যে পাঁচজন গাড়ি চুরি করে পালানোর চেষ্টা করছিলেন। পথিমধ্যে পুলিশের তাড়ায় পড়েন দুর্ঘটনার কবলে।

জানা গেছে, এখন পর্যন্ত পলাতক ১৫ জনকে ধরতে পেরেছে পুলিশ। স্বেচ্ছায় ধরা দিয়েছে চারজন। বাকিরা এখনও পলাতক।

Exit mobile version