Site icon Jamuna Television

মোহামেডানের প্রতি একরোখা প্রেম ছিল তার

১৯৭৭ সালে সাদাকালো জার্সি গায়ে প্রথম ঢাকার মাঠে ফুটবল যাত্রা শুরু করেছিলেন মোহামেডানের পক্ষে। তারপর যতদিন ফুটবল খেলেছেন প্রাণের ক্লাব মোহামেডানেই। আবাহনী, ব্রাদার্স থেকে শুরু করে তখনকার সব নাম করা ক্লাবগুলো থেকে বড় বড় অফার পেয়েছেন তিনি, কিন্তু সেগুলো গ্রহণ করেননি বাদল রায়।

আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদের কথায়, বাদল আমার খুবই কাছের একজন মানুষ। ওকে অনেকবার আবাহনীতে আনার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। মোহামেডানের প্রতি ওর ভালোবাসা অনেক বেশি ছিলো।

রোববার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক ফুটবলার ও বাফুফের সাবেক সহসভাপতি বাদল রায়। তার বয়স হয়েছিলো ৭৫ বছর। লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরেই জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন এই ক্রীড়াব্যক্তিত্ব।

Exit mobile version