Site icon Jamuna Television

সালাহউদ্দিনের রেকর্ড ভাঙতে মুর্শেদীকে দিয়ে গোল করিয়েছিলেন বাদল

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক তারকা ফুটবলার বাদল রায় আর নেই। চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যায় মৃত্যুবরণ করেন বাফুফের সাবেক এই সহ-সভাপতি। দেশের কিংবদন্তি এ ফুটবলার মোহামেডানের অধিনায়ক ছিলেন ১৯৮১ সাল থেকে ১৯৮৬ পর্যন্ত। শেষ বছর মাঠে দুর্দান্ত পারফরমেন্স করে শিরোপা উপহার দিয়েছিল প্রিয় দলকে।

১৯৮২ সালের লিগে একটি মজার ঘটনা ঘটিয়েছিলেন বাদল রায়। সেময় সব লিগ মিলিয়ে ২৪টি গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ছিলো কাজি সালাউদ্দিনের। আবাহনীর সালাউদ্দিনের সেই রেকর্ড ভাঙ্গার জন্য সে সময় নিজে গোল না করে বার বার গোল করিয়েছিলের সালাম মুর্শিদিকে দিয়ে।

এই ছোট ছোট ঘটনা গুলো হয়তো স্মৃতি হয়েই বেড়াবে মুর্শেদী ও কাজি সালাউদ্দিনের জীবনে। শেষ বেলায় সম্পর্কে দুরত্ব দেখা দিলেও বাদল রায় তো সব সময়ই বড় ভাই ছিলেন তাদের।

Exit mobile version