Site icon Jamuna Television

বিএনপি-জামাত রেলখাতকে ধ্বংস করে দিয়েছে, তাই লাভের মুখ দেখতে পারছে না: রেলমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি :

বিএনপি জামায়াত সরকার রেলখাতকে ধ্বংস করে দিয়ে গেছে তাই রেল লোকসান কাটিয়ে লাভের মুখ দেখতে পারছেনা বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।

রোববার বিকালে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রেলওয়ে সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের লক্ষে মতবিনিময় সভায় যোগদানরে আগে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, রেল একটি সেবামূলক প্রতিষ্ঠান। যাত্রী পরিবহন করে রেলকে লাভজনক অবস্থায় নেয়া যায় না। লাভের চেয়ে তাই সেবাটাকেই প্রাধান্য দেয়া হয় বেশী। আর পৃথিবীর কোন দেশের রেলই লাভজনক নয়। তবে আমরা রেলকে যুগোপযোগী ও আধুনিকায়ন করে যাচ্ছি। আশা করছি রেল লাভজনক অবস্থায় যাবে।

Exit mobile version