Site icon Jamuna Television

ভ্যাকসিন বণ্টনে স্বাস্থ্যকর্মী ও প্রবীণ জনগোষ্ঠীকে প্রাধান্য দেবে যুক্তরাষ্ট্র

প্রতীকী ছবি।

যুক্তরাষ্ট্রে আগামী ১১ বা ১২ ডিসেম্বর থেকে শুরু হতে পারে করোনার টিকাদান। অনুমোদন পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দেশের সব টিকা কেন্দ্রে প্রতিষেধক পৌঁছানোর প্রস্তুতি নিয়ে রেখেছে সে দেশের প্রশাসন।

রোববার দেশটির করোনাভাইরাস ভ্যাকসিন কর্মসূচির প্রধান- ড. মোনসেফ স্লাউই এ তথ্য নিশ্চিত করেন। জরুরি ব্যবহারের জন্য টিকা অনুমোদনে শুক্রবার মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের (FDA)’ কাছে যৌথ আবেদন করে ফাইজার ও বায়ো এনটেক।

এ বিষয়ে সিদ্ধান্ত নিতে ১০ ডিসেম্বর বৈঠকে বসবে এফডিএ। প্রাথমিকভাবে সব অঙ্গরাজ্যে জনসংখ্যার হিসেবে ভ্যাকসিন বণ্টন করা হবে। স্বাস্থ্যকর্মী ও প্রবীণ জনগোষ্ঠীসহ সবচেয়ে ঝুঁকিতে থাকা ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন।

ড. স্লাউই’র আশাবাদ ব্যক্ত করে জানান, মে মাস নাগাদ ৭০ শতাংশ মার্কিনি টিকা নিয়ে ফেলবেন এবং ‘হার্ড ইমিউনিটি’ অর্জন করবে যুক্তরাষ্ট্র। যদিও টিকা নিলেও কতদিন তা মানবদেহকে সুরক্ষিত রাখতে সক্ষম তা এখনও অজানা।

Exit mobile version