Site icon Jamuna Television

ছন্দে ফিরলো লিভারপুল

আবারো সেরা ছন্দে ফিরেছে লিভারপুল। ইনজুরি জর্জরিত দল নিয়ে লেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অলরেডরা। তবে আরেক ম্যাচে আর্সেনালকে রুখে দিয়েছে লিডস ইউনাইটেড।

অ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমনাত্বক ছিলো লিভারপুল। ২১ মিনিটেই লিড পায় অলরেডরা। লিভারপুলের আক্রমণ ঠেকাতে গিয়ে লেস্টার সিটি ডিফেন্ডার জনি ইভান্স আত্মঘাতি গোল করে।

খেলার ৪১ মিনিটে রবার্টসনের দুর্দান্ত ক্রস থেকে মৌসুমে নিজের অষ্টম গোল করে ক্লপের দলের ব্যবধান দ্বিগুণ করেন ডিয়েগো জটা। এরপর লেস্টার গোলরক্ষক স্মাইকেলের দৃঢ়তায় গোল বঞ্চিত হন সাদিও মানে।

তবে ম্যাচের শেষ দিকে ঠিকই তৃতীয় গোলের দেখা পায় লিভারপুল। ৮৬ মিনিটে স্কোর শিটে নাম তোলেন ব্রাজিলিয়ান তারকা ফিরিমিনিয়ো।

Exit mobile version