Site icon Jamuna Television

লালমনিরহাটে অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাই

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরের বুড়িরবাজারে আজ সকাল সাড়ে ৬টার দিকে অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে মহেন্দ্রনগরের বুড়িরবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুনের লেলিহান শিখা কিছুক্ষণের মধ্যে পুরো বাজারে ছড়িয়ে পড়ে। পরে লালমনিরহাট থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘণ্টাখানেকের মধ্যে বাজারের ঔষধের দোকান, গালামালের দোকান, সেলুন, ইলেকট্রিক সামগ্রীর দোকানসহ ১১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্তরা জানান, এ অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের ৪০/৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহিদুল ইসলাম শাহিন জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা হতে পারে।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। বাজারের সাথে থাকা ডিশ ক্যাবল দোকান থেকে বৈদ্যুতিক শটসার্কিটের মাধ্যমেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

Exit mobile version