Site icon Jamuna Television

বাইডেনকে এখনই বিজয়ী মানতে চান না পুতিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনকে এখনই বিজয়ী মানতে চান না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার দেশটির রাষ্ট্রীয় টিভিতে একথা জানান তিনি।

এক সাক্ষাৎকারে পুতিন বলেন, মার্কিন জনগণ নিজেদের দেশ পরিচালনার দায়িত্ব যাকেই দেবেন তার সাথেই কাজ করতে প্রস্তুত রাশিয়া। কিন্তু ফল নিশ্চিতের পরেও প্রতিপক্ষ দল যদি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিজয় স্বীকার না করে, তখন সেই প্রার্থী জনগণের আস্থা হারান।

উল্লেখ্য, মার্কিন নির্বাচনের তিন সপ্তাহে প্রায় সব দেশই ডেমোক্র্যাট নেতা জো বাইডেনকে নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বাগত জানালেও এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি মস্কো। ২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার সাথে আঁতাত করে যুক্তরাষ্ট্রের ক্ষমতা নেওয়ার অভিযোগ রয়েছে রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে।

Exit mobile version