Site icon Jamuna Television

বাদল রায়ের মরদেহ নেয়া হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবে

শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক ফুটবলার বাদল রায়ের মরদেহ নেয়া হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবে। দুপুর ১২টায় নেয়া হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এবং বিকেল ২টায় বাসাবো কালি মন্দির শশ্মানে তার শেষকৃত্য হবে।

রোববার (২২ নভেম্বর) বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিলো ৭৫ বছর। লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরেই জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন এই ক্রীড়াব্যক্তিত্ব।

আশির দশকে ফুটবল মাঠে দাপিয়ে বেড়ানো বাদল রায় দীর্ঘদিন জাতীয় দলের হয়ে মাঠ মাতিয়েছিলেন। মোহামেডানের হয়ে অনেক শিরোপা জয়ে অগ্রণী ভূমিকা রেখেছিলেন। খেলা থেকে অবসরে সংগঠক হিসেবে দেশের ফুটবল উন্নয়নে অবদান রেখেছেন বাদল রায়। পেয়েছেন রাষ্ট্রীয় পুরস্কারও।

ইউএইচ/

Exit mobile version