Site icon Jamuna Television

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অন্তত প্রথম তিন ম্যাচে খেলা হচ্ছে না সাইফউদ্দিনের

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ইনজুরিতে পড়ে অন্তত প্রথম তিন ম্যাচে খেলা হচ্ছে না ‘মিনিস্টার রাজশাহীর’ পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের। তাকে আপাতত ৭ দিনের বিশ্রাম দেয়া হয়েছে।

বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের জন্য বিসিবি’র একাডেমি মাঠে রোববার অনুশীলন করছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। ওয়ার্ম আপের সময় ফুটবল খেলতে গিয়ে গোড়ালিতে চোট পান তিনি। জুতার স্পাইক মাটিতে আটকে গিয়ে পা হড়কান। দু’জনের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন সাইফ। সাধারণত এই ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে সপ্তাহ দুয়েক সময় লাগে।

ইউএইচ/

Exit mobile version