Site icon Jamuna Television

মুফতিকে বিয়ের পর আল্লাহর কাছে প্রার্থনায় অভিনেত্রী সানা

সম্প্রতি বিনোদন জগৎকে বিদায় জানিয়েছিলেন। এবার নতুন জীবনে পা রাখলেন বিগ বস–৬ খ্যাত বলিউড অভিনেত্রী সানা খান। প্রায়ই চুপিসারেই সেরে ফেলেন বিয়ে। এবার আল্লাহর দরবারে প্রার্থনা করে ফের আলোচনায় এ অভিনেত্রী।

গত শুক্রবার ঘরোয়া পরিবেশে ভারতের গুজরাটের সুরাটের বাসিন্দা মাওলানা মুফতি আনাস সাইয়িদকে জীবনসঙ্গী করেন সানা। বিয়ের পর নামও বদলেছেন সানা খান। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নামের আগে যোগ করেছেন স্বামীর নাম। ইনস্টাগ্রামে এখন তার নাম দেখা যাচ্ছে সাইয়িদ সানা খান।

রোববার এই অভিনেত্রী ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে প্রথম ছবি আপলোড দেন এবং বাকি জীবন দুজন যেন একসঙ্গে থাকতে পারেন তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে একটি স্ট্যাটাসও দেন।

পোস্টে সানা লেখেন, ‘আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা ভালোবেসেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা বিয়ে করেছি। আল্লাহ এই দুনিয়ায় আমাদের একসঙ্গে রাখুন এবং জান্নাতেও আমাদের পুনর্মিলন করুন।’

পোস্টে পবিত্র আল কোরআনের সুরা আররহমানের ‘ফাবি আইয়ি আ’লা ইরব্বিকুমা তুকাজ্জিবান’ আয়াতের কথাও স্মরণ করেন তিনি; যার অর্থ- তোমরা তার (আল্লাহর) কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে?

Exit mobile version