Site icon Jamuna Television

সিলেটে উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় প্রতিনিধি সম্মেলন, জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা।

সোমবার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহম্মেদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হারুন অর রশিদ হওলাদার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান বীরুসহ কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলার নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করে বলেন, নির্বাচিত ১৪৭৬ জন উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন সদস্য করোনা পরিস্থিতির মধ্যেও নিজ নিজ অবস্থানে থেকে প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করছেন। কিন্তু নির্বাহী বিভাগের কিছু কর্মকর্তা সংবিধান ও সংসদে পাশ করা আইনকে অমান্য করে জনগণকে মর্যাদা ও সুশাসন থেকে বঞ্চিত করছে। এসময় বিচার বিভাগের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে সুশাসনের দাবি আদায় করার আশা ব্যক্ত করেন তারা।

Exit mobile version