Site icon Jamuna Television

‘ভ্যাকসিন সংগ্রহের প্রস্তুতি শেষ, বিনা মূল্যে পাবে মানুষ’

করোনার ভ্যাকসিন সংগ্রহের জন্য দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় সকল প্রস্তুতি শেষ করেছে। প্রধামন্ত্রীর নির্দেশে সাধারণ মানুষের কাছে এই ভ্যাকসিন বিনা মূল্যে পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান।

সোমবার বিকেলে আশুলিয়ার নবীনগর এলাকার জয় রেস্তোরাঁর সামনে নবগঠিত আশুলিয়া থানা আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, বিগত দিনের মত আরও বেশি সক্ষমতা নিয়ে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী। যে সকল জেলা হাসপাতালগুলোতে সেন্ট্রাল অক্সিজেন লাইন নেই, সেগুলোতে অক্সিজেন নিশ্চিত করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। ইতোমধ্যেই অনেক জেলা ও উপজেলা হাসপাতালে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা হয়েছে। হাসপাতালগুলোতে ভেন্টিলেটরের সংখ্যা বাড়ানো হয়েছে, হাইফ্লো অক্সিজেন মেশিনেরও সংখ্যা বাড়ানো হয়েছে।

এ সময় ঢাকা ২০ আসনের সাংসদ বেনজীর আহমেদ, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন ।



 

Exit mobile version