Site icon Jamuna Television

নতুন ধর্ম প্রতিমন্ত্রী হচ্ছেন ফরিদুল হক খান

মন্ত্রীসভায় নতুন ধর্ম প্রতিমন্ত্রী হচ্ছেন জামালপুর-২ আসনের এমপি মো. ফরিদুল হক খান দুলাল। আগামীকাল মঙ্গলবার বঙ্গভবনে শপথ নেবেন তিনি।

সূত্র জানায়, আগামীকাল সন্ধ্যা ৭টা নাগাদ তিনি বঙ্গভবনে প্রতিমন্ত্রী হিসেবে শপথ পাঠ করতে পারেন।

উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন টেকনোক্র্যাট কোটায় ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব শেখ আব্দুল্লাহ মৃত্যুবরণ করলে মন্ত্রীসভায় উক্ত পদটি শূন্য হয়ে পরে।

Exit mobile version