Site icon Jamuna Television

নাটোরে তালাক দেয়ায় স্ত্রীকে ঝলসে দিয়েছে সাবেক স্বামী

স্টাফ রিপোর্টার, নাটোর:

নাটোরের বড়াইগ্রামে তালাক দেয়ার অপরাধে সাবেক স্বামীর ছোড়া এসিডে ঝলসে গেছে নার্গিস আক্তার নুপুরের শরীর। গুরুতর অবস্থায় তাকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক ইউনিটে নেয়া হচ্ছে।

নুপুরের পিতা তায়েজ উদ্দিন জানান, বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর গ্রামের আবু তালেব সাত বছর আগে জোর করে বিয়ে করে কলেজ ছাত্রী নুপুরকে। একাধিক গ্রেফতারি পরোয়ানা নিয়ে তালেব আত্নগোপনে চলে গেলে সে সুযোগে সম্প্রতি নুপুর তালেবকে তালাক দিয়ে বাবার বাড়ি একই উপজেলার কমরদহ গ্রামে চলে যায়। বিষয়টি জানতে পেরে সোমবার রাতে তালেব ওই বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়ে। নুপুর দরজা খোলার সাথে সাথেই তার মুখে এসিড মেরে পালিয়ে যায় তালেব।

নুপুরের চিৎকারে পরিবারের লোকজন এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ঘটনার পর থেকেই অভিযানে নামে পুলিশ। পরে রাত ১০টার পর উপজেলার মৌখড়া থেকে অভিযুক্ত তালেবকে আটক করে পুলিশ।

Exit mobile version