Site icon Jamuna Television

মহাখালীর ৭ তলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা ভয়াবহ আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রায় ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে বিভিন্ন জায়গায় আগুনের ছোট ছোট কুন্ডলী দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিস সেগুলো নেভাতে কাজ করছে।

আগুনে এখন পর্যন্ত শতাধিক বাড়ি-ঘর ও দোকানপাট পুড়ে গেছে। তবে হতাহতের বিষয়েও এখনও কোন তথ্য নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

সোমবার রাত পৌনে ১২টার দিকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়রা জানায়। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সে বিষয়ে এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। মূলত নিম্নমানের ক্যাবল ব্যবহারের কারণেই বারবার আগুন লাগার ঘটনা ঘটে। তবে, আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও ধোঁয়া উড়ছে।

এদিকে, আগুন লাগার পরই আগুনের লেলিহান শিখা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। এতে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ। আগুন নেভাতে প্রথমে পানির সংযোগ না পাওয়ায় আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করতে কিছুটা বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে।

Exit mobile version