Site icon Jamuna Television

টিএসসির সাবেক পরিচালক আলমগীর হোসেন আর নেই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আলমগীর হোসেন মারা গেছেন। সোমবার রাত ১০টার দিকে রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আলমগীর হোসেন ছাত্র শিক্ষক কেন্দ্র- টিএসসির সাবেক পরিচালক ছিলেন। করোনা আক্রান্ত হবার পর তার ব্রেন স্ট্রোক হওয়ায় বিগত কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার গ্রামের বাড়ি টাঙ্গাইলে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।

Exit mobile version