Site icon Jamuna Television

বলিউড ছেড়ে মৌলভিকে বিয়ে করায় সানাকে নিয়ে ভারতীয়দের ট্রল

ইসলামের সাথে সাংঘর্ষিক হওয়ায় বলিউডের রুপালী জগৎ ছেড়ে দিয়েছিলেন সানা খান। তারপরই নিজেকে অনেকটা পর্দার আড়াল করে জড়িয়ে পড়েন বিভিন্ন সামাজিক কাজে। এরমধ্যেই অনেকটা চুপিসারেই সাদামাটাভাবে গত ২১ নভেম্বর সুরটের মুফতি আনাসকে বিয়ে করেন সানা।

বিয়ের পরদিন রোববার সানা তার নিজের অফিসিয়াল ইন্সটাগ্রামে স্বামীর সাথে বিয়ের একটি ছবি শেয়ার করেন। যেখানে সানাকে একটি লাল রঙের লেহেঙ্গা ও তার স্বামী মুফতি আনাসকে একটি সাদা শেরওয়ানী পরে পাশাপাশি বসে থাকতে দেখা যায়।

স্বামীর সাথে এই ছবি শেয়ার করার পরই সেখানে তাকে ব্যঙ্গ করতে শুরু করেন অনেক ভারতীয়।

তার সেই পোস্টে ব্যঙ্গ করে অনেকে লিখেন- ‘সানা আপনি কি ভাল কাউকে পেতে পারতেন না’? অন্য একজন লিখেন- ‘সানা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন’। এসময়, সানার স্বামীর বয়স থেকে শুরু করে অতীতে কোরিওগ্রাফার মেলভিন লুইসের সঙ্গে তার সম্পর্ক সব কিছু নিয়েই কটাক্ষ করা হয় তাকে।

উল্লেখ্য, গত অক্টোবরে ১৫ বছরের সুদীর্ঘ ক্যারিয়ারের ইতি টানেন এই অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রামে একটি পোস্টে অভিনয় থেকে সরে এসে অসহায়ের পাশে দাঁড়িয়ে ইসলামের পথে চলতে চান বলে জানিয়েছিলেন।

Exit mobile version