Site icon Jamuna Television

টেস্ট করাতে গিয়ে করোনা ঝুঁকিতে পড়ছে সাধারণ জনগণ

করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা আবারও বেড়েই চলেছে। তবে এখনো করোনা পরীক্ষা করাতে বেগ পেতে হচ্ছে সাধারন জনগণের।

মঙ্গলবার সকালে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ৮টায় করোনা পরীক্ষার জন্য কাউন্টার থেকে টিকিট দেয়া হলেও নমুনা সংগ্রহের বুথ খোলা হবে সকাল ১১টায়। তবে নমুনা পরীক্ষা করার জন্য ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে রয়েছে অনেকে। ফলে আরও বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি।

এদিকে দীর্ঘ লাইনে ভোগান্তিতে পড়তে হচ্ছে নমুনা পরীক্ষা করাতে আসা ব্যক্তিদের। বিশেষ করে,পরীক্ষা করাতে আসা নারী ও বয়স্কদের ভোগান্তি বেড়েছে। আবার নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু না হওয়ায় অভিযোগ রয়েছে।

Exit mobile version