Site icon Jamuna Television

ভারতের মধ্যপ্রদেশে চালু হলো গরু মন্ত্রণালয়, বিনিয়োগের উদ্যোগ নিলো গরু মন্ত্রিসভা

ভারতের মধ্য প্রদেশে ‘গরু মন্ত্রণালয়’ খোলার পর এবার গরুকেন্দ্রিক অর্থনীতি গড়ার লক্ষ্যে বিনিয়োগের উদ্যোগ নিলো রাজ্যের ‘গরু মন্ত্রিসভা’।

চলতি সপ্তাহেই রাজ্য সরকারের অধীনে চালু হয় মন্ত্রণালয়টি। রোববার হয় গরু কল্যাণ বিষয়ক প্রথম বৈঠক। এরপর সোমবার ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে প্রকাশ পায়, অর্থনীতি গরুভিত্তিক করতে তৈরি করা হবে গবেষণা কেন্দ্র।

এসময়, গরুদের যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিতে রাজ্যজুড়ে উন্নত মানের গোশালা বা গোয়ালঘরও নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়। এজন্য বিভিন্ন সামাজিক এবং বেসরকারি সাহায্য সংস্থা থেকে অনুদান গ্রহণের পাশাপাশি প্রয়োজনে ‘গরু শুল্ক ব্যবস্থা’ও চালু করা হবে।

Exit mobile version