Site icon Jamuna Television

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে একসাথে কাজ করার আহবান মেয়র আতিকের

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে একসাথে কাজ করার আহবান জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম।

মঙ্গলবার দুপুরে অ্যাকশন এইড আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় মেয়র বলেন, নির্যাতন প্রতিরোধে সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা তৈরি করা প্রয়োজন। নারী ও শিশুদের জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে বেশ কিছু কার্যক্রম হাতে নেয়া হয়েছে বলে জানান মেয়র আতিক।

একশন এইডের আলোচনায় বক্তারা বলেন, করোনাকালীন নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে।পারিবারিক, কর্মক্ষেত্র এবং পাবলিক প্লেসে নারীরা হয়রানি এবং নির্যাতনের শিকার হচ্ছেন বলে জানানো হয় ওয়েবিনারে।

ইউএইচ/

Exit mobile version