
রাজধানীর মোহাম্মদপুরের বাবুরোডে বিহারী পট্টির জহুরি মহল্লা পোড়া বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা জিয়াউর রহমান জানান, মঙ্গলবার বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।
স্থানীয়রা জানায়, বিকেলে বাবুরোডের পাশ থেকেই আগুনের ধোঁয়া দেখতে পান তারা। তবে কী কারণে এ অগ্নিকাণ্ড ঘটেছে এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply