Site icon Jamuna Television

বিরল প্রজাতির তক্ষকসহ চট্টগ্রামে আটক ১

ছবি: সংগৃহীত

বিরল প্রজাতির তক্ষকসহ চট্টগ্রামে মনিরুল হক নামে একজনকে আটক করেছে পুলিশ। বান্দরবান থেকে তক্ষকটি নিয়ে ঢাকায় যাওয়ার পথে কর্ণফুলী এলাকায় তাকে আটক করা হয়।
আটক মনিরুল ঢাকার কেরানীগঞ্জের বটতলী এলাকার সিরাজুল হকের ছেলে।

জিজ্ঞাসাবাদে মনিরুল পুলিশকে জানিয়েছে, বান্দরবানে একজনের কাছে টাকা পেতেন। ওই ব্যক্তি তাকে টাকার পরিবর্তে তক্ষক দিয়েছেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ জানান, প্রাণীটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হবে, আটক মনিরুল হকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইউএইচ/

Exit mobile version